মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মাহফুজ আল-হোসেন -এর কবিতা

মনুষ্য জন্মের ক্ষণ

চৈতন্যের মগডালে বসে আজও তুমি
কোন সে গান গেয়ে যাও বলো - চিরনতুন কৌশোরক অনুভবে 
অথচ চৌদিক ভরে গেছে মানববিনাশী হিংসার নীল ক্যাকটাসে 
শোকার্ত রোদে আজ ভিজে নেয়ে একাকার
তোমার কেতকী কদম
তবুও অন্ধ চোখে সুনন্দ শব্দ -প্রকৌশলে বসিয়ে দিচ্ছ রোজ মুক্তির সবুজ চশমা 
 নৌকোডুবিতে মরে ভেসে ওঠা হতভাগাদের‌ একটাই তো চাওয়া
মনুষ্য জন্মের ক্ষণ ধরিত্রী জুড়ে একটাই হোক সকলের--পঁচিশে বৈশাখ

 

২টি মন্তব্য: