সন্ধেটাকে সাক্ষী রেখে
আনতারা, এবেলায় —
সূর্যটা মরমে পেতে চায় —
যেহেতু সে জানে
তারও বহু আগে
পায়রাগুলো উড়ে গেছে
বহুধা বিভায়
রাতের পক্ষিরা জানে
ছায়া হলো ঘুমের প্রহর
আনতারা ঘুম ভেঙে বলে
সূর্যটা প্রবল প্রখর
লিখে রাখা বিধিলিপি
দীর্ঘ বরষায়
আনতারা বুঝেছিল
রোদে ভিজে যায়
স্যাঁতসেঁতে জীবনের ভাষা
আনতারা জানে —
সূর্যটা ধরতে গিয়ে বোঝে
প্রগাঢ় এ জীবনের মানে
ভেবে বলে তাই
হে সূর্য, মরমে যদি আসো
আলো লেখে পরিত্রাণ
যদি এই লোকালয়ে বসো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন