মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

প্রাণজি বসাক-এর কবিতা

আমিও মানুষ

মানচিত্রে উপবাসের দাগ কেটে কেটে বদলে গেছে 

পাহাড়-পর্বত হিমালয় নেমে গেছে নদীনালা গ্রামশহর 

ছেড়ে দক্ষিণ মুখে – সাকিন খুঁজতে খুঁজতে কোথাও 

খুঁজে পাই না তোমার মুখে বহুবার শোনা গ্রামের নাম 

হয়রানি আর কাকে বলে অকেজো গুগল ম্যাপ তবু

সবুজ জলা জঙ্গল সতেজ নরম বাতাস ভালোবাসে 

মন থেকে হৃদয় থেকে মুছে গেছে পিনকোড ঠিকানা 

আমিও কখন হারিয়ে গেছি গ্রাম্য মানচিত্রে ঘুরপাকে

আমাকে চিনতেই পারছে না এখানের মানুষ জনেরা 

যেন অন্য গ্রহের কেউ কাছে গিয়ে বলি আমিও মানুষ 

 


আগুনের ক্যানভাসে

সৌন্দর্য পেট ভরে খেয়ে দূরে সরে যায় রোদ বেলায়

আঙ্গুলে নিস্পৃহ করগুলো সাক্ষী থাকে নিরীহ ভাঁজে 

হাতের করতলে ছড়িয়ে পড়ে স্পর্শাতুর দাগ অনুনয়ে 

সারাদিন খিদে থাকে ছায়ার শরীরে   দূরে সরে থাকে 

কতরকমের মিছিল আসে যায় দেশ জুড়ে ছায়ান্ধকার

শ্রান্ত ক্লান্ত  মানুষেরা মানুষেরই চোখের দিকে তাকায় 

ফিরে আসে না উত্তর –বুমেরাং হয়ে ফিরে আসে প্রশ্ন 

সবাই যে যার নিজের কাছেই বড় একা বড়ই একেলা

মন্ত্রণা ছড়াতে ছড়াতে মানুষও বৃদ্ধ হয় মৃত্যু হয় প্রেমে 

ঘুরন্ত পৃথিবীতে মানুষ লেপ্টে পড়ে আগুন ক্যানভাসে

২টি মন্তব্য:

  1. সুন্দর কবিতা যার মধ্যে লেপে আছে জীবনের রঙ।অনেক শুভে কবি Pran g basak..

    উত্তরমুছুন
  2. দুটোই অসাধারণ। ভালো থাকবেন কবি। আমি হাবিবুর রহমান তুফানগঞ্জ থেকে বলছি।

    উত্তরমুছুন