মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সুবীর সরকার-এর কবিতা

গান/২

গুহার ভেতর চিরদিন শুধু গানই বাজে

গুহাকে আমার হাসপাতাল মনে হয়

গান ঘুরে মরে চাদর বিছানায়

সিরিঞ্জ,অক্সিজেন মাস্ক, সাদা দেওয়াল

হাসপাতালের ভেতর কেবল গানের 

                                            অংশবিশেষ

 

২টি মন্তব্য: