রোজ বিকেলে দুর্বার স্রোতে ভেসে যাই
উড়ে যাই পাখি হয়ে—
রং মিলাতে থাকি গোধূলির দিকে
শৈশব ছুটে যায় অপু-দুর্গা-কাশফুলের
রেলস্টেশন গঙ্গার গা ঘেঁষে।
পশ্চিমের আকাশ আশায় থাকে
মিলিয়ে যাই রামধনু রঙে—
কলমের কালি থেকে উঠে আসে
এক অজানা স্টেশন। সেখানে
মনখারাপের কথাগুলো ছড়িয়েছিটিয়ে,
ভালোবাসার আঘাত দেখতে পাই।
আলগা হতে থাকে মোহ; ধোঁয়ায় জমতে
থাকে মিথ্যের ভাব-সংকীর্তন!
কলম লিখে রাখে— চৈতন্য হোক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন