মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শশাঙ্কশেখর পাল-এর কবিতা

বসন্ত উৎসব

জোয়াড় আসে ভাঁটাও
শেষ জলোচ্ছ্বাস এখন নষ্টালজিক সমাপিকা ক্রিয়া
হাঁটছি জলশুষ্ক রেখাপ'রে দিশাহীন
হলুদ ঘাসের মখমলে বোঁটাখসা পাতাদের জলসা
ও আমারা ক'জন
তিস্তার বুকে পিকনিক ফেরৎ কেউ কেউ
চটপট সারছে বাতাসে বালি ওড়ানোর গল্প
এখুনি শুরু হবে ভাসানের গান ও তাৎপর্য

একই নিয়ম খাতে
প্রাগ চারণভূমি থেকে বইছে ক্রমবিকশিত সভ্যতা
রেসে পরাজিত ঘোড়া‌র প্রতিদান বুলেট
সংগ্রামী বয়স ক্ষুইয়ে মর্যাদা ধীরে ধীরে মাংসপিণ্ড

আজ জীবন যৌবন ও হলুদ পাতার মজলিস
রং উড়বে
কপাল ও কপোলে বসন্ত চিহ্ন
জমানো দুঃখ ভেঙে ফুরুৎ আনন্দ বাৎসরিক সুদ

এটাই যাপন
যে যেমন সুখ নিঙড়ে নিতে জানো
শ্বাস ও আশ্বাস চুয়ে চূড়ান্ত আয়ু
 

1 টি মন্তব্য: