মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

 


মুক্তসময় 

ভাবভালবাসা তুচ্ছ ছিল
সম্পর্কটা মুক্ত ছিল, অনেকটা ঠিক
জন্ম জন্মান্তরের মতন ছিল
দিনকেদিন বদলে গেছে  
টিভি চ্যানেল ফ্রিজ মোবাইলতো ছিলনা তখন  
ফেসবুকে আর ইনস্টাগ্রামের কম্পিউটার ও 
ল্যাপটপটের পাস ওয়ার্ড কোথায় ছিল? 
তবুও অগ্নিসাক্ষী ছিল,ছিল মনের মতন 
ক্ষিতি অপ তেজ মরুৎ ছিল 
চু কিত কিত খেলাও ছিল ,পুজো ছিল পুজোর মতন
গাজন ছিল আ্যমেচারের যাত্রা ছিল 
হাসি হুল্লোড় রাসমঞ্চর অন্যতর জয়ের পাথর
আর কি ছিল পাড়ার খেলা 
তোমার আমার মধ্যে  ছিল ভালবাসার একখানি ঘর

এখন অনেক বড়ো হয়েছি আমরা সবাই 
যত্ন করে ভেঙে দিচ্ছি এ ঘর ও ঘর
অনেক দিন পরে আবার দেখতে এলাম
সেসব ঠিক আগের মতন আছে কি নেই  
মুক্ত সময়  .......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন