ভেঙে যায় আমাদের স্বপ্নের ডালপালারা
বড় করার ইচ্ছা থাকলেও হয় না বড় আর
গভীর গভীরতম যন্ত্রণার উপাখ্যান হয় তৈরি
কেন যে বড় হয় না সে এখনও রহস্যজনক
আমাদের চাওয়া পাওয়ার হিসেব মেলে না
আমাদের সকল স্বপ্নের ঘটে যায় অপমৃত্যু
কোন এক অলৌকিক শক্তি যেন থামাতে থাকে
আমাদের লক্ষ্য হয় না পূরণ কখনো কিছুই
অসহায় হয়ে কাটে দিন ব্যর্থতা নিয়েই শুধু
ভেঙে যায় আমাদের পছন্দও যত আশ্চর্যজনক
কেউ পারিনা এগিয়ে যেতে প্রতিবন্ধকতা সরিয়ে
আমাদের গড়া নেই আছে কেবলই অজস্র ভাঙন।।
কবিপক্ষ
কবি কি বিক্রীত হবে নাকি থাকবে নিজের একান্ত
সে তার সিদ্ধান্ত নিতে পারে যাখুশি ব্যক্তিগত একা
যে কবি হারিয়ে ফেলেছে নিজেকে উচ্চতম মূল্যেই
সে কখনো হতেই পারেনি প্রতিবাদে মুখর সাহসে
আপন প্রাপ্তির স্বপ্নে বিভোর হারায় চরিত্র পরিচয়
নষ্ট হয়ে যায় সে ভুল পথে পরিচালিত ভ্রষ্ট বিভ্রান্ত
কবির সত্য উচ্চারণ আসে না তার লেখায় কিছুই
মহাকালের গর্ভেও তার কবিতা সন্মান পায় না
কবিকে থাকতে হয় জনতার পক্ষে হতে হয় দোসর
বলতে হয় মানববন্ধন মানবকল্যাণ কর্ম নিয়ে শুধু
আত্মস্বার্থ নয় লিখতে হয় মানুষেরই যন্ত্রণাদুঃখকষ্ট
অনন্ত অন্যায় দেখেও যে কবি লেখেনি একটি বাক্য
সে কবির জীবন এক মিথ্যাযাপন অর্থহীন শূন্যতার
পৃথিবীর সবচেয়ে অকাজই করে গেছে সে আজীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন