মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

তীর্থপ্রসাদ মুখার্জি-র কবিতা

রাত্রি


রাত্রি দুটো বা তিনটে -  যদিও তা ভোর

ঊষা বলি সেই সময়কে বড়জোর 

কিন্তু তার বেশি আকাশে থাকে না আলো;  

এমন সময় যেন রাত্রি ডেকেছিল 

আলোকে কল্পনায় - কিন্তু আলো আসেনি 

তখনও গাছ পালায় - জাগেনি ধরণী 

সময়টার একটা মোহক আছে 

কিছু যেন চাইতে পারো উষার কাছে 

এমন কিছুটা সময় যে চারপাশে 

মেরুর থেকে আলো জাগে আকাশে 

তখন মাটি শীতল থাকে অন্ধকারে

সারাটা রাতে দিনের ক্লান্তি পার করে 

ঘুমের চাদর জড়িয়ে তা তুলে নিয়ে 

সময় চলে যায় নিজেকে মুছে দিয়ে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন