রাত্রি
রাত্রি দুটো বা তিনটে - যদিও তা ভোর
ঊষা বলি সেই সময়কে বড়জোর
কিন্তু তার বেশি আকাশে থাকে না আলো;
এমন সময় যেন রাত্রি ডেকেছিল
আলোকে কল্পনায় - কিন্তু আলো আসেনি
তখনও গাছ পালায় - জাগেনি ধরণী
এ সময়টার একটা মোহক আছে
কিছু যেন চাইতে পারো উষার কাছে
এমন কিছুটা সময় যে চারপাশে
মেরুর থেকে আলো জাগে আকাশে
তখন মাটি শীতল থাকে অন্ধকারে —
সারাটা রাতে দিনের ক্লান্তি পার করে
ঘুমের চাদর জড়িয়ে তা তুলে নিয়ে
সময় চলে যায় নিজেকে মুছে দিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন