মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

রবীন বসু-র কবিতা

আনন্দ ভৈরব

তুমি সেই আনন্দ ভৈরব

অক্ষরের দিনলিপি এঁকে দিয়ে

জীবনের জয়গানে বৈশাখ ভাসালে।

চৈত্রের শালবনে তোমাকে স্মরণ করি

হে বৃক্ষ, হে শালপ্রাংশু অধিদেবতা

প্রকৃতি সাধক তুমি, প্রেমের পূজারি।

সব আলো তোমাতেই জ্বলে, সব সুন্দর

তোমা থেকে পেয়ে যায় বিশ্বজন

তুমি শুধু অন্ধকারে দুঃখের প্রদীপ তুলে ধর।

নীরবে গহন রাতে সমুদ্রের ঢেউ ণো তুমি

সমস্ত তারার গায়ে বিষাদের কালি

তোমাকে স্মরণ করি মৃত্তিকার পদচুমি।

দারুণ দুর্দিনে কবি, বৈশাখি বাতাস বলে

কারা যেন হিংসা রেখে পালাল শহরে,

এমন বৈশাখিদিনে সন্ত্রাসের কথা বলা চলে?

 

1 টি মন্তব্য:

  1. আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর স়ংখ্যা হয়েছে।

    উত্তরমুছুন