বৈশাখের খরতাপে জেগে ওঠো ওই,
জন্মক্ষণ কথা বলে ওঠে।
সামগান আর পাতা খসার আওয়াজ
চেনা সুরে বেজে ওঠে কি পবিত্র!
আশ্রম সেজে ওঠে সবুজের গানে,
কত শতসহস্র ফুলের প্রস্ফুটনে।
দেখি তুমি ওই দীর্ঘ শালপ্রাংশু দেহে
হেঁটে যাও 'উদয়ের পথে'।
তোমার গান কন্ঠে নিয়ে হেঁটে যায়
তরুণ তরুণী,
ওই লাল পথে আজও।
পঁচিশে বৈশাখ এসেছিল
তোমারই গান গেয়ে,
সেই গান বুকে ধরে
আজও সগৌরবে পথ চলে
গোয়ালপাড়া থেকে জোড়াসাঁকো।
আমারও মুক্তি মেলে নি
তোমাকে ছাড়া,
তোমাকে পরমপিতা জেনে
সন্তানকে দিয়ে যাই খোয়াইয়ের তারা
আর হৃদয়ের গান যত।
তোমার চোখে ভোরের মায়া ফুটে ওঠে,
ভোরের চোখে ভেসে ওঠো তুমি।
আমি আভূমি প্রণত থাকি
আজীবন তোমারই কাছে,
চিরসখা, হে আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন