সনন্ত তাঁতি
বন্দুক নিয়ে এসো না
তুমি বন্দুক নিয়ে এসো না। গোপনে বোমাও নিয়ে এসো না।
যদি আসতে চাও হৃদয়ের ভিতরে আরও বড় একটি হৃদয় নিয়ে এসো।
তুমি বন্দুক নিয়ে এসো না। স্টেনগানও আনবে না লুকিয়ে।
যদি আসতে চাও বুকে সাহস নিয়ে এসো। শোকদগ্ধ সময়কে বদলে দাও
ভালোবাসার অনাবিল আনন্দের উষ্ণতায়।
[সনন্ত তাঁতি হলেন আধুনিক অসমিয়া কবিতার অন্যতম প্রধান স্হপতি। তাঁর জন্ম ১৯৫২ সালের ৪ নভেম্বর আসামের বরাক উপত্যকার করিমগঞ্জের কালীনগর চা-বাগানের ওড়িয়া চা-শ্রমিক পরিবারে। পড়াশোনার শুরু বাংলা মাধ্যমে। কাব্যচর্চা করেছেন অসমিয়া ভাষায়। আসামের বামপন্হী প্রগতিশীল আন্দোলনে যুক্ত থাকার ফলে তাঁর কবিতায় পাওয়া যায় মাটি ও মানুষের জয়গান। 'কাইলৈর দিনটো আমার হব' কাব্যগ্রন্হের জন্য ২০১৮ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়া পেয়েছেন দলিত সাহিত্য অকাদেমি পুরস্কার, আসাম উপত্যকা সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। কবি সনন্ত তাঁতি ২৫ নভেম্বর ২০২১ সালে প্রয়াত হয়েছেন।]
Khub valo abong sunder kobita r anubad
উত্তরমুছুন