আমরা মনে রাখব না আমাদের অন্তর্গত অতীত
তাহলে একথাই থাক আমাদের আর দেখা হবে না কোনোদিন
আমরা মনে রাখব না আমাদের অন্তর্গত অতীত
ভুলে যাব প্রচলিত কায়দায় আমাদের খেলাধুলোর ময়দান
শৈশবের সাদা দাগ অসুখী ফুল ফল আর তার বীজতলা
আশ্চর্য এক মাটির উনুনের কথা তবু মনে পড়ে যায়
মনে পড়ে জঙ্গলের মায়া ছেড়ে বাইসন ছিল আমাদের দাওয়ায়
কতবার কতভাবে যে ডাকা হয়েছিল ওরে ফুলটুসি ঘরে ফিরে আয়
জলের অঢেল সম্পর্কে তবু ভেসে যায় এক দুই বাহান্ন হাতের তাস
সঠিক হাতের কাজ আর কোথায় সঠিক ভাবনায় কে আর ভালোবাসে
খোলা দরজায় ঝড় ঢুকে অবলীলায় অতিক্রম করে যায় খোলা জানালা
জানি আর দেখা হবে না কোনোদিন কথা হয়েছিল আমাদের তাই
অন্তর্গত অতীত ছায়া দেখে তার ডায়েরির অলিখিত বর্ণমালায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন