গলাকাটা মৃতদেহ হয়ে পড়ে আছি
লাল পিঁপড়ের সারি আমাকে প্রদক্ষিণ করে
ঘাতক অস্ত্র ফেলে হাত মুছে সুপারির টাকা
পকেটে পুরে চলে গেছে বিরিয়ানি খেতে…
মৃত মাংসের সারি, গরম ভাত আর বাংলা মদ
এই নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামদেশ; সন্ধ্যায়
মজলিস বসে, গ্রাম-প্রধানেরা বিধান দেন
অথচ, উন্নয়ন ধামাচাপা পড়ে, ঘাতক পালিয়ে
বাঁচে, মানুষ পালাতে পারে না;
গলাকাটা মৃতদেহ হয়ে পড়ে আছি পথের পাশে!
সভ্যতা প্রশ্ন করবে
ত্রিমাত্রিক এই যে যুদ্ধ যুদ্ধ খেলা
দেশ রাষ্ট্র প্রতিপক্ষ
সুকৌশলে যুদ্ধাস্ত্র বিনিময়
মানুষের চোখে ঠুলি পরিয়ে পরিয়ে
কারা লাভবান হয়? কারা
বৃত্তের কেন্দ্রে বসে জ্যা-রোপন করে?
মুষ্টিমেয় এই যে লোলুপ শকুন
পৃথিবীকে ভাগাড় করতে চাইছে
শিশুর নির্মল হাসি, মানুষের বাঁচার আয়ু
কেড়ে নিচ্ছে ক্রমাগত...
এদের চোখে চোখ রেখে একদিন
সভ্যতা প্রশ্ন করবে! ধ্বংস করে দেবে ঔদ্ধত্য!
আন্তরিক ধন্যবাদ জানবেন
উত্তরমুছুন