রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সৌমিত্র চক্রবর্তী-র কবিতা

বৃত্ত 

কিছু কথা অন্তরীণ, কিছু শোক ব্যক্তিগত
আনন্দ সার্বজনীন

মেঘ আসে মেঘ যায়, বেলা আসে বেলা যায়
থেকে যায় শুকনো জলীয় দাগ

প্রত্যেক দিন আগে পিছে অন্য দিনের কার্বনকপি
কোনো কোনো দিন হীরের জৌলুস

ইদ আসে পুজো আসে শেষে আসে বড়দিন, মাঝামাঝি হাসি কান্না
বৃত্তাকারে ঘোরে হোমোস্যাপিয়েন্স 

গ্রহেরও জন্মের আগে নক্ষত্র জন্ম, টুকরো বহু  শিলাকথা
ব্ল্যাকহোল এবং বিগব্যাং

পরতের পর পরত জুড়ে জন্ম মৈথুন মৃত্যু, মনখারাপি জ্যোৎস্না
আর কিছু ভালবাসাবাসির বিন্দু মহাকাব্য

 

1 টি মন্তব্য: