রবিবার, ১৭ মার্চ, ২০২৪

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

অন্ধের দর্শন

এক অন্ধ আর এক অন্ধকে রাস্তা পার করে দিচ্ছে

অবাক হওয়ারই কথা

হচ্ছি না

এরকমটা হয় জীবনে

একজন একদিকে দেখতে না পেলে

অন্যদিকে বেশি ভালো দেখে

শুনতে পারে ভালো আর একজন

দুজন মিলে পার হয়ে যায়

চলে যায় যেখানে যাবার

কোন বাধাই বাধা নয়

যদি লক্ষ্য স্থির থাকে 


দেখতে হবে দৃষ্টি কেঁপে না যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন