রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নাসের হোসেন-এর কবিতা

অবগুণ্ঠন


বৃক্ষের পাশে দাঁড়িয়ে আছে পা, চতুর্দিকে

ঝরে যাচ্ছে বৃষ্টি, অবিশ্রাম

প্রতিটি মুহূর্তের মধ্যে বয়ে যায় হাড়গোড়, কার্বনকণা

মাথার উপর আরো বেশি কানায় কানায় জমে ওঠে জল

অন্ধকারে পিঁপড়েরা সারিবদ্ধভাবে বের হয়ে আসে –––

যেন স্মৃতি, স্মৃতির অবগুণ্ঠনে তেজস্বী স্তব্ধতা!

হায়, মানুষের কতরকম রূপ থাকে, কত পিচ্ছিল সাধ! 

 

1 টি মন্তব্য: