কপালে বিবর্ণ ফোঁটা
চোখে ঝর্নার কথকতা
মুখে অব্যক্ত কাব্য
শরীরে স্বচ্ছ শারীর বিদ্যা
পায়ে ভ্রমণ বীথি
হৃদয়ে অনুভূতির সাম্রাজ্য
সামনে ভাবি সকাল
পেছনে জীবনী স্মরণিকা
উপরে চন্দ্র-সূর্য সম্পর্ক
নীচে মাটিতে শিকড় ---
এভাবে দশদিকের জন্ম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন