ক’টা দিন অলৌকিকতার মাঝে
ছায়ারা দোদুল্যমান
অনিশ্চয়তা জানাল তার রক্তপাত
দেখছ যে কাছে এসে ফিরে ফিরে যাওয়া কিংবা
আসি আসি করেও নিঃশব্দ কপাট ভেজিয়ে দেয়া
মায়মুনা তার গভীরতা থেকে পারদ খুলে তন্দ্রাচ্ছন্ন
আজকাল আমার গৃহপ্রবেশ আছে কি নেই
তুমি যা বলছ তা আদৌ বলছ কিনা
শাসকের রক্তচোখ ছিঁড়ে কতটা আলোয় আসবে?
প্রান্তজন, যারা অলৌকিক পূর্বভাস পায়
দাউ দাউ আগুনের গুঞ্জন ছড়াচ্ছে তারা
কাছে এসে দেখি যাবতীয় পুড়ে নিশ্চিহ্ন হয়েছে
অলৌকিকতা ছাড়া আর কোনো সত্য বেঁচে নেই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন