রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আবদুর রাজ্জাক-এর কবিতা

অপ্রকাশিত সুন্দর


একজন মানুষকে কতোভাবে ভালোবাসা যায় তা

প্রতিদিন শিখে নিই তোমার থেকে।


নিত্যদিন আমি যা শিখি, প্রতিদিন সেই  ভুলগুলো সঞ্চয়ে থাকে,

আমি কি মুগ্ধ হইনি! 

মুগ্ধতার অনল ওই ভালোবাসার নাম ধরে প্রণাম করেছে, 

সখা এই শহর তোমাকে কিছু কি দিয়েছে? 

তোমার শৈশব, বাঁশঝাড়, সুবর্ণ গ্রাম আর এক শৈশবের কালভার্ট ....

হাওয়া ভরা চিঠি কিংবা আর কোনো পেখম গোধূলি?


বিষণ্ণ জ্যোৎস্নায় তোমার পায়ের ছাপ উজ্জ্বল হয়েছিলো,

আমার রাত্রিবাস। কাল ভোর হওয়ার আগেই বাস ধরে আমাকে –––

জ্যোৎনায় মুখ ঢেকে মর্মরিয়ে উঠেছে দুঃখ রাতের গান।


নিঃসঙ্গ হওয়ার আগেও তোমাকে হতাশ দেখেছি,

অশ্বরাতের দুঃখ ছেড়ে যেতে চায়নি, জোড় করে তাকে পায়েটানা 

গাড়িতে উঠিয়ে দিয়ে..... আহা যাওয়ার সময় সে কি কান্না, তার।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন