রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

অলোক বিশ্বাস-এর কবিতা

জন্মদিনের কবিতা

বাক্যের রঙ শুনিয়েছি পাখিকে
পাখির রঙ দিয়েছি বাক্যকে
আমাদের জন্মদিনে...
হৃদয়ে জমে থাকা উইপোকা
চেতনায় জমে থাকা উৎকট বর্জ্য,
ডেটল দিয়ে মুছি তোমাদের জন্মদিনে...
মৌল নীলাঞ্জনায় আকাশ বিদায় দিচ্ছে
ধূসর-কালো স্মৃতিপ্রবাহকে...
ওয়াশ রুম থেকে পালিয়ে গেছে
কাল্পনিক ভয়-দেখানো টিকটিকি
পরীর জন্মদিনে...
যে ঘুড়িটা উড়বে না বলেছিলো
যে শঙ্খ আর বাজবে না বলেছিলো...
লোকবাদ্যের জন্মদিনে হাসি ফুটতেই
সবকিছু স্বাভাবিক হয়ে গেলো...
শিবপুর বাজারে টাটকা ফুলকপি
আর শীতের বেগুন এসেছে
আলোর জন্ম উৎসবে বেজে উঠুক
গিটার। বেজে উঠুক রাধারমণ...
নতুনেও থাকুক কিছু বৈষ্ণব পদাবলী...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন