আকাশ-বাতাস-গাছ-মানুষ
কথা বলে না গাছ, শরীর বেয়ে কান্না
ফোঁটা-ফোঁটা দুধ মাটিতে
অরণ্যহাসপাতাল কোথায়, কেই-বা নিয়ে যাবে!
আকাশ একটু বেশিরকম চুপ ঘাতককুঠারক্রিয়ায়
আষাঢ়-শ্রাবণ ভুরু কুঁচকে
যেন ধমকাবে বাতাসকে, সে কেন এমন বারুদমাখা!
বোবা বাতাস লালা ফেলছে অনবরত, গন্ধকঝাঁঝে
পাতলা উদ্বেগ, ঘনশ্বাস
রিলে করে শব্দানুপ্রাস, হাহাকার, রক্তড্যালার দীর্ঘ-ই
কুকুর-বেড়াল, শূকর-খাটাশ, মানুষ সব
এক ফরাসে, নীলে-লালে-গেরুয়া-সবুজে
হেঁসো-লাঠি-বারুদ-সুতলি-গুলি-বন্দুক বলে— আয় আয়
পায়রাগুলো খোঁপ ছেড়ে কোথায় যে উড়ল!
নিরুত্তাপ রক্ষীগুলো খোঁজে
দ্যাখে, জলার ধারে বুকফোঁপরা মালিকের ঘুনসিতে বসে…
১৭-০৭-২০২৩
ভালো লাগল
উত্তরমুছুন