রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

জন্মদিন

ভোরের বেলায় বিছানায় যখন রোদের খেলা চলে

তখন সে রোদ নতুন দিনের কথা বলে।

এভাবে প্রতিটি দিন নতুন খবর আনে 

কারও এক জন্মদিনের সন্ধানে।

জীবনের প্রতি পল, অনুপল উচ্ছ্বল হয়

জন্মদিনের সূচনায়

এভাবেই আলোর স্রোতে জন্মদিনের ভেলা ভেসে যায় সম্ভাবনাময় জীবনের প্রত্যাশায়।

জন্মদিন সে তো শুধু কোনো এক দিন নয়

নতুনভাবে নিয়ে আসে বেঁচে থাকার অসীম প্রত্যয়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন