রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বিদিশা সরকার-এর কবিতা

প্রেমিকের রক্ষিতা 

ব্যালেরিনা জানে একটা পাখিও বেঁচে নেই 
ফেন্সিং ইয়ার্ডের সমান্তরাল রাস্তা 
সীডার, ওক আর পাহাড়তলীর সবুজ উপত্যকা 
ধীরে ধীরে ঢেকে যাচ্ছে তুষারপাতে 
ফায়ার প্লেসের পাশে এক উপেক্ষিতা শীতজ্বর 
নিজের ভবিতব্যের বয়ান লিখবে বলে 
প্রথম স্কচের বোতলটা পাশে রাখল 
রিডিং গ্লাস আর অভিজ্ঞতা ব্যালেরিনার সঞ্চয় 
হাইবারনেশনের উপর্যুপরি রসদ 
একটা শিরোনামের অপেক্ষায় 
খুলে দিলো নিষিদ্ধ জানলা ––– 

পরিচিত কিছু বোবা ভাষা আর দূরত্বের সেই আলোকমালা 
তার রিংক্‌ল্‌ ফ্রি ত্বকে একটা চাবুক! 

এখন আয়নার সঙ্গেই কথা বলা 
নার্সিসাস অথবা ইজম্‌ –––
শিরোনামের শুরুটা হচ্ছে এভাবেই, 
"প্রেমিকের রক্ষিতা ব্যালেরিনার কবর এখানে" –––

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন