কোনো রাস্তাই সরলরেখা নয়
যে রাস্তা ধরেই তুমি যেতে চাও না কেন
কোনো রাস্তাই সরলরেখা নয়
অথচ তুমি একজন সৎ ও সজ্জন মানুষ
রাস্তার বক্রতার কোনো খোঁজই রাখো না তুমি
বাম পা বাড়ালেই ডানপায়ে লাগে দোলা
দুপায়ের আন্দোলনে শুরু হয় চলা
কিন্তু কোন রাস্তায় যাবে তুমি
বাম অথবা ডান
সরলরেখা নয় কোনো রাস্তাই
অথচ তোমার চলনে নেই বক্রতার আঁচ
কত কিছুই যে ছড়িয়ে ছিটিয়ে থাকে বড় রাস্তায়
নদী থেকে উঠে আসে খোলামেলা জল
রোদ্দুরের গা থেকে খসে পড়ে সোনার সীতাহার
ছোট ছোট গল্পরা ভর করে বুকের ভেতর
তুমি যে রাস্তা ধরেই যেতে চাও না কেন
কোনো রাস্তাই সরলরেখা নয়
আসলে সোজা পথে চলা বড় দায়
সৎ ও সজ্জন মানুষ তুমি তাই বলি
সান্নিধ্য গভীর হয় হিঙের বক্রতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন