অসামান্য
আলতো পায়ে সন্ধ্যার আবছায়া আকাশের বুকে একটু একটু করে
অচেনার মায়া ভরে দিলে তারাফুল যেমন ফোটে, তেমনি
ফুটে উঠত কথা।
ফুল ফোটার মতো কোমল মগ্নতায় হাওয়ার বুকে নরম ছোঁয়ার মতো
ফুটে উঠত কথা।
মাঝরাতে রক্তস্রোত উত্তাল হলে তীব্র কথা ঝিকিয়ে উঠেছে খরদ্যুতি,
ঝলসে গেছে মন।
আলো্র কৌতূহল এত বেশি, তার কাছাকাছি এলে কথারা মুখ লুকোয়।
টুকরি ভরা ফুলের মধ্যে লুকিয়ে নিয়ে গেছি তাদের,
তুমি শুধু ফুল নিয়ে খুশি থেকেছো।
জন্মদিনে মৌন শুভেচ্ছায় ঢেকে উপহার দিয়েছি তীব্র কথা,
তুমি উৎসবের হুল্লোড়ে আকন্ঠ নিমগ্ন ছিলে,
তোমার কাছে পৌঁছোতে পারেনি।
তাই আমার সব কথা নিয়ে আমি নদীর কাছে এলাম আর
সে ওমনি আমার মহামূল্য কথার সম্ভার নিয়ে
সাগরের বিস্তৃতির দিকে পাড়ি দিল।
হাওয়ায় উড়িয়ে দিলাম আলোরং কথা,
জোনাকির দল ফুটে রইল আলোর ফুল জঙ্গল জ্বালিয়ে,
সারারাত অন্ধকারের শিয়রে তারা হয়ে জেগে রইল
অসামান্যতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন