কবি ডান সমীপেষু
(কবি জন ডান : ১৫৭২-১৬৩১ খ্রি.)
মাননীয় কবি জন ডান, শুনতে পাচ্ছেন?
আমার বয়স যখন ১৯/২০
আপনি এসেছিলেন।
আপনার কবিতার সেই নীলমাছির কামজ
দংশন ক্ষত মিশেছিল আমার রক্তেও।
তারপর গত ৫০ বছর ধরে আপনাকেই
ভেবেছি, পড়েছি কবিতাগুচ্ছ;
কর্মব্যস্ত জীবন কেটেছে দায়-দায়িত্ব নিয়ে;
তবু আপনার কল্পিত কম্পাসের কাঁটার মতো
ঘুরতে ঘুরতে কেন্দ্রবিন্দুতে এসে স্থির হয়েছি
এতোদিনে। এখন বয়স ৬৯/৭০ —
লিখেছি আপনার জীবন ও কবিতা নিয়ে;
ভেবেছি আপনার দুঃসাহসিক প্রেম ও বিবাহ কথা,
নতজানু হয়েছি অ্যানের কাছেও।
জীবনের এই গোধূলিবেলায় বঙ্গের প্রান্তবাসী
এই কবি উপহার দিতে চায় তার গদ্যকুসুমপুঞ্জ —
আপনি কি গ্রহণ করবেন, কবি ডান?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন