রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

কবি ডান সমীপেষু

(কবি জন ডান : ১৫৭২-১৬৩১ খ্রি.)


মাননীয় কবি জন ডান, শুনতে পাচ্ছেন?

আমার বয়স যখন ১৯/২০

আপনি এসেছিলেন। 

আপনার কবিতার সেই নীলমাছির কামজ

দংশন ক্ষত মিশেছিল আমার রক্তেও।

তারপর গত ৫০ বছর ধরে আপনাকেই 

ভেবেছি, পড়েছি কবিতাগুচ্ছ;

কর্মব্যস্ত জীবন কেটেছে দায়-দায়িত্ব নিয়ে;

তবু আপনার কল্পিত কম্পাসের কাঁটার মতো

ঘুরতে ঘুরতে কেন্দ্রবিন্দুতে এসে স্থির হয়েছি

এতোদিনে। এখন বয়স ৬৯/৭০

লিখেছি আপনার জীবন কবিতা নিয়ে;

ভেবেছি আপনার দুঃসাহসিক প্রেম বিবাহ কথা,

নতজানু হয়েছি অ্যানের কাছেও।

জীবনের এই গোধূলিবেলায় বঙ্গের প্রান্তবাসী

এই কবি উপহার দিতে চায় তার গদ্যকুসুমপুঞ্জ

আপনি কি গ্রহণ করবেন, কবি ডান? 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন