শুভ জন্মক্ষণ
জন্মদিন ছিল ভারী মজার —
মেঘ দিল জল পাখি দিল ফল
নিম গাছের কোলে কত হিম দেখার।
মায়ের কোলে শিশুর কত চিৎকার —
পৃথিবী জুড়ে মা-শব্দ ধ্বনিত হলো
নিমের গন্ধে আমোদিত জগৎ নিরাকার।
আতুর ঘর বলতে এক ঢেঁকিশাল।
২১ দিন বুকের ভেতর আঁচল পাতা
অমনি উলুধ্বনি, শঙ্খধ্বনি কত বিশাল।
পাতা ঝরছিল যত খুশিও ছিল তত —
নিমফল ছড়ানো, নামল এক বিকেল
রাতের চাদরে ঢাকা মায়ের অপেক্ষা কত।
আজ নিমগাছ নেই ঢেঁকিশালও নেই
অথচ আমি আছি আর মাও আছে
নিমের শুশ্রূষায় শুদ্ধিকরণ পাবে চাইলেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন