ভাতকাপড়ের কষ্ট, তার গা-বেয়ে জড়িয়ে ওঠা গান
আসুন গ্রে-হাউন্ড এসো হে স্পেনিয়াল
বকলেসহীন এই গানগুলো শুঁকে দ্যাখো
না-জোটা ভাতের
না-সারা অসুখের চারাগুলো মাটিতে পুঁতে দেওয়া আছে
এই হলো আবহমানের মাটি
লক্ষ্য করো কিরকম অন্ধকার ফুটে আছে গাছে গাছে
বন্ধ-কারখানার চাবিহীন তালার ভিতর থেকে
খড়কুটো ধরতে না-পারা বেকার-রক্তের ভিতর থেকে
দীর্ঘশ্বাসে কলম চুবিয়ে
এই যে শব্দগুলো লিখলাম ––– এগুলো শুঁকে দেখুন
দাঁত ফোটাবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন