মানুষের
আমি প্রকৃত মানুষ নই বলেই হয়তো মানুষের কথা
বলতে পারি
তার খুব নিকটে নেই বলেই হয়তো ঝুঁকে আছি
তার বুকের ভেতর
খুব জ্বর নাকি অসুখ দেখব বলে
আমি দাঁড়িয়ে রয়েছি
তাকে খুব ঘৃণা করি বলেই হয়তো দাঁড়িয়ে রয়েছি
তার ঠিক পাশেই
আমার দিকে হাত বাড়ালে আমি সরে যাই আরো দূরে
আমার নাম ধরে
কেউ ডাক দিলে আমি দু-হাতে চাপা দিই কান
আমার দিকে যখন কেউ ছুড়ে দেয় পারমাণবিক বোমা
আমি লুফে নিই
তারপর লোফালুফি করতে করতে নিজেরই বিস্ফোরণের পর
মানুষের কথাই মনে পড়ে যায় খুব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন