শিশু
ছোটো শিশু বিশাল সুটকেশ হাতে রাস্তা পার হচ্ছে,
চারপাশে চলন্ত গাড়ি, ট্রাফিক সিগন্যাল,
এখনো লাল আলো দেয়নি, তবু কেন অতটুকু
ছোটো শিশু একা একা বিশাল সুটকেশ হাতে…
রাস্তার এপাশে অনেক দূরে আমি দাঁড়িয়ে
অকুল বিহ্বলতায় অসহায় বোধ করছি, আমার
দু-পা স্তব্ধ, আমি হাঁটতে ভুলে গেছি কতকাল,
রাস্তার দু-দিকে সরীসৃপের মতো ছোটাছুটি করছে
কত গাড়ি, তার মাঝখান দিয়ে এক পা এক পা
করে নির্বিকার হেঁটে যাচ্ছে রৌদ্রপোড়া ওই শিশু,
হাতে বিশাল সুটকেশ, সারাটা জীবন বুঝি
এরকম একা একা ওকে রাস্তা পেরোতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন