পীড়িত দিনগুলো পাশ দিয়ে হেঁটে গেলে
ভালো থাকি কি আমরা?
পাশের বাড়ি অশান্তির আগুন জ্বললে
তার আঁচ লাগে আমাদের
তবে কি খোঁজ করবো কখন আসবে পৌষমাস?
চারিদিকে লাল পিঁপড়েদের সারি দেখতে পাই
তারা কি পেয়েছে কোনও মৃত্যুগন্ধ?
আষাঢ়ে বৃষ্টি নামলে সব গন্ধ মুছে যায়
কৃষক নেমে যায় কৃষিকাজে
বর্ষণ ও কর্ষণেই তো ফলবতী হয় বসুন্ধরা।
এইভাবে পীড়িত দিন পিছু হটতে হটতে
দূরে কোথাও মিলিয়ে যায়।
সবুজের সমারোহে সজীব হয়ে ওঠে জীবনপ্রবাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন