বৃষ্টি পাগল দিনে আমার গলা সাধা হয় না
আমি পারি না পথ চলতে
শহরের মানুষজন বৃষ্টির অপেক্ষায়
পথে পথে ঘোরে জনা কয়েক
বৃষ্টিস্নাত দিনে আমি ‘গীতবিতান’ খুলি
আমার একলা ঘর
আমি জানি, বৃষ্টির দিনে পথের পথিক হলে
বৃষ্টিরই হয় অপমান
বৃষ্টি কবি,
বৃষ্টির মনে অনন্তের স্বাদ
বৃষ্টি বোধকে ভালবাসে
একদিন জানলো বোধ নাকি ক্লান্ত
বৃষ্টি বলল,
তা’হলে আমার ছুটি হোক
বোধ আপত্তি করল
একটা পথ শূন্য এঁকেছে দিগন্তে পাড়ি দেবে বলে
অন্যটা অসীম অতলে
বৃষ্টি বোধকে ছুঁতে গেল
বোধ বলল,
বৃষ্টি তুমি কেমন মিশে যাও লেখায়
বৃষ্টি বলল, তুমিই যেটুকু বোঝো আর সবই তো
মাটিতে হারিয়ে যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন