সান্ধ্যযুগ
পাঁপড় বলছে, ক্ষুধাশতাব্দী পার
কাপড় বলছে, বিপ্রলব্ধ ধন
ফাঁপর বলছে, এস্পার ওস্পার
দ্বাপর বলছে, ছিঁড়ে যাক বন্ধন!
নৃত্য বলছে, সুতনুকা গানে গানে
‘চিত্ত বলছে, ভুলে গেছে নিক্কন
বৃত্ত বলছে, ঘুরে আসি সাম্পানে
বিত্ত বলছে, শ্বাস রাখি কিছুক্ষণ।
পালকি বলছে, দুলে দুলে যাক হাওয়া
কাল কি বলছে, কান পেতে শুনি আজ
কিরাতের যুগ গুনে রাখে চাওয়া পাওয়া
কল্কি বলছে, আমরা যুদ্ধবাজ।
নন্দী বলছে, মহাপ্রলয়ের জটা
বন্দি বলছে, ফাটকে ফলাই ধান
ফন্দি বলছে, সন্ধির ঘনঘটা
মূষিকগন্ধি নিপাতনে সমাধান।।
দারুণ তো
উত্তরমুছুন