রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সোনালি বেগম-এর কবিতা

লাভা


সেন্ট্রাল জাভা- মাউন্ট মেরাপি অগ্নিগর্ভ শ্বাসে

ফুলে উঠছে। চতুর্দিকে লাভা লাভা 

পেসিফিক ওসান- তুফানি ঢেউ জাপটে আতঙ্ক-আনন্দ

নিতে থাকি। দিল্লি চিড়িয়াখানায় হিমালয়ান ভালুক

সুরঙ্গে লুকিয়ে যে বাচ্চা- জন্ম দিল, তাকেও

অনেক আদর জানাতে ইচ্ছে করে।

পোস্টার-ব্যানার রেখে, এসো, পাপড় মোমবাতি

বানাই।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন