রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সুবীর সরকার-এর কবিতা

দৃশ্য

আলো নিভে আসছে,সেই নিভে যাওয়া আলোর বৃত্তে
দু চারটি দোয়েল পাখি শিস দিতে শুরু করে
এভাবে জন্মাতে থাকা দৃশ্যগুলির পাকে পাকে কেমন
                                       জড়িয়েই পড়তে হয়!
এদিকে যুদ্ধ থেমে যায়।
চুপচাপ পাশ ফেরে নদী।
আর বড় শহরের মাথার উপর যুদ্ধবিমান।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন