সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

কৌশিক সেন-এর কবিতা

ফায়ার প্লেস

ওখানে আগুন খুব, আমাকে দাও

আজানু তরবারি, মরচেভাণ

তৃতীয় কৌন্তেয়, ধনুর্বাণ

যুদ্ধ লাগে যদি, থামাতে দাও!

 

যদিও অকারণ, মাথা ঘামাতে দাও

মেধাবী কারবারি, জাদুচিরাগ

মায়াবী জঙ্ঘায় বাদামীদাগ

ওখানে কায়াঘোর, ঘুমাতে দাও।

 

দুপুরফুটি ফুল, ফোটাতে দাও

রাজার কিংখাপ, গুপ্তধন

তড়িৎবেলা বাড়ে, অনুক্ষণ

ওখানে পাশাখেলা গোটাতে দাও।

 

ওখানে রোদছটা, লোটাতে দাও

অবীরা বিধিবাম সহ্য খুব

নিত্য লিখে রাখা বুকের লাবডুব

নিথর রথচাকা ছোটাতে দাও।

 

তবুও চাঁদ জ্বলে, নামাতে দাও

বেবাক আজাদি, তির বর্গায়

নিদান লেখা থাক অচেনা দরগায়

ওখানে নেশা জমে, জমতে দাও!!

 


 

1 টি মন্তব্য: