সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

উদয়ন চক্রবর্তী-র কবিতা

সহবাসি সভ্যতা

আকাশে সুখের ফানুস বানভাসি
      মানুষ রাস্তা খুঁজছে পালাবার  

প্রজাপতি চিবিয়ে খাচ্ছে টিকটিকি
গিরগিটি লজ্জা পাচ্ছে 
                 মানুষের রামধনু দেখে

সবাই ভাবছে নিজের ঘর আছে
           আসলে শূন্যতা ঘেরা আয়তক্ষেত্র

তার ভেতর ভালোবাসার খেলা
             মানুষ মানুষের ইতিহাস পড়ছে

না-মানুষেরা কথা বলছে কথা শুনছে
             সন্ধ্যা নামছে সহবাসি সভ্যতায়

আগামীর কাছে পৃথিবীর কোনো দায় নেই 
      শীত ঘুমে যাবার আগে হাই তুলছে নিঃশব্দ

দিগন্ত থেকে দিগন্তে যুদ্ধ জয়ে বাজপখিরা
           পাল্টে নিচ্ছে প্রয়োজনীয় মুখোশ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন