সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সুমিত্রা পাল-এর কবিতা

রকেট জীবন

ঘটনাপ্রবাহে ছুটে চলেছি

দৃশ্য থেকে দৃশ্যান্তর-এ 

আমার স্বভাবের ঠিক বিপরীতমুখী গন্তব্যে।

 

অথচ গাছ হতে চেয়েছিলাম আমি,

যার শিকড় বিস্তৃত হবে দূরে-বহুদূরে...

সেই নাম না জানা নদীর কিনারে

             হয়তো তারও গভীর তল ছুঁয়ে

             অন্য পারে...

 

হয়তো ছুঁয়ে দিতে চাইবে সেই পথও

যে পথে হেঁটে গেছে

ঘরছাড়া সেই উদাসী পথিক

যাকে আমার শিকড় শোনাতে চায়

ঘরে ফেরার গান

পা দুটিকে প্রোথিত করতে চায় মাটির উষ্ণতায়!

 

ভেবেছিলাম সমৃদ্ধ হব

        মা, মাটি ও মানুষে 

অথচ উৎক্ষেপিত আমি

রকেট জীবনে!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন