প্লাবনে ভেসে যাওয়া মানুষের চেয়ে
অধিক ভেসে গেছে আমার বেদনাহত মন।
মোহ আর মহামায়ায় ডুবে গেছে সব
মুছে গেছে শৈশবের পদচিহ্ন–––
ফাগুনবেলা।
ভাবনাপাখি উড়ে যায় দূরে
জেগে উঠে ঠাকুরের বিল।
উপলব্ধির দরজায় কড়া নাড়ে মহাকাল
সোনালি ভোরে অপ্রত্যাশিত মেঘ ধেয়ে আসে
বাস্তবতার বাজপাখি
আহা কীযে তুমুল ঠোকরায়!
কেবল ভাবতে ভাবতেই
কেটে গেলো ত্রিশটি বছর।
সুন্দর লেখনি কবি।
উত্তরমুছুন