সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সুস্মিত হালদার-এর কবিতা

তোরা ভাল থাক

পরিবার পাঁচ থেকে নেমে তিনজনে       

হৈ হল্লার বাড়ি নিশ্চুপ                     

নিমেষে শান্ত, নিস্তেজ প্রাণহীন।            

আজন্ম থাকা স্নেহের আঁচল ছেড়ে           

ভিন্ন শহরে কর্মসূত্রে                       

অথবা স্নাতক হয়ে আরো উঁচু পাঠে           

কনিষ্ঠ যারা বাড়ি ছেড়ে গেল দূরে           

তাদের দুঃখে কেঁদেছিল বাড়ি           

নীরবে নিথর হয়ে দেবতার ঘরে।         

 

এককালে কত বকাবকি কত রাগ         

মান অভিমান, কত মারধোর                 

স্মৃতির আবাস ছেড়ে দাঁড়িয়েছে দোরে       

বিদায়ের বেলা মনে হয় শুধু আজ           

এত যে শাসন, প্রয়োজন ছিল               

কি তার, আরও সোহাগে আদরে দিন        

কাটানো যেত না, বাহুডোরে বেঁধে রেখে?       

বেদনা ভরিয়ে যায় যে কাঁদিয়ে              

তোরা ভালো থাক - এই প্রার্থনা করি।    

 

২টি মন্তব্য: