মৃণালকান্তি
একটি কাঠাম – মাটির স্বপ্ন শক্তির স্বপ্ন উৎসবের স্বপ্ন
শুকনো ছাতা গুটিয়ে রেখে বাজারে যান মৃণালকান্তি
নতুন চটি জোড়া দিব্যি হেঁটে যায় সোজা আড্ডা ঘরে
সেখানে লাশের হিসেব নিয়ে টানাটানি চলছে দু-দলে
কি দরকার ছিল এমন আয়োজনের যেখানে রক্তের
স্বার্থ মূল্যহীন - শুধু দখলের রাজনীতি চলছে চলবে
মৃণালকান্তি রক্তমাংসহীন একটি শুকনো কাঠাম শুধু
মুখে শব্দ নেই আওয়াজ নেই প্রতিবাদের ভাষা নেই
তবুও সে তো মানুষ উঠে দাঁড়াবার শক্তিসামর্থ আছে
জলহাওয়া মিথ্যে নয় স্বপ্ন দেখেন মানুষ মৃণালকান্তি
বাহঃ
উত্তরমুছুন