উদ্ভট পূর্বাভাস শুনে
আবহাওয়াও আমার সঙ্গে
হাসিতে যোগ দেয়।
আর শাশুড়ি বৌমার সিরিয়াল
নিয়ে যারা ব্যস্ত
তারা সাংসারিক আবহাওয়া নিয়ে
তুমুল ভাবনা করে।
সুতরাং মারো গুলি
প্রকৃত ভাবনার সামনে
দাঁড়াতে।
আবহাওয়া তো ভোরের কাগজের
নিয়ন্ত্রণে;
যাকে আমরা গঙ্গার মতো পবিত্র
মেনে পাতা ওল্টাই!
বাহ্ দারুণ লেখা।
উত্তরমুছুন