সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

রবীন বসু-র কবিতা

রঙ ধান্দাবাজ

এই যে আকাশের ভিতর আর একটা আকাশ

যাকে কল্পনা বলতে পারি 

সেখানেও নীল রঙ! নাকি কালো অন্ধকার!

মানুষের ভিতরে তো বহুবর্ণ রঙ

সে কখনও গিরগিটি কিংবা 

কোকিলের মতো ধান্দাবাজ হয়;

আবার এই মানুষটি মহাকাশে গিয়ে 

অজানা তথ্য নিয়ে আসে

তাই তো কল্পনা এতো উজ্জ্বল হয়,

উজ্জ্বল হয় ঘাস, বিকেলের মাঠ, ফড়িংয়ের ডানা 

আসলে রঙটাই আসল ধান্দাবাজ

                   যখন যার চোখে যেভাবে লাগে…

 

1 টি মন্তব্য: