সঘন চোখে গগনে মগ্ন তুমি। আপাত সম্পর্কগুলো নিজেদের মতো হৈচৈ করে। জানলায় আছড়ে পড়ে শিকারি পাখির উৎসব। অসময়ে নদী ধাক্কায় সামান্য কুটিরে। ভাবছো, আকাশ কিভাবে এতো নীল, সন্ত্রাস কবলিত দিনে। দুর্ঘটনাপ্রবণ রাস্তা তোয়াক্কা না ক'রে ছুটে যাচ্ছে কাঁপা হাতের সাইকেল। ভূমিকম্পের খবরে গানগুলো হোঁচট খাচ্ছে। আর যেভাবে নীলে মগ্ন হয়েছো, সবাই আশ্চর্য। আগুনে ব'সে মগ্নতা কোথা হতে, কিরূপে আসে। তোমার সঘন চোখে প্রচুর আকাশ। রাতভর হৈচৈ, কিম্ভুতাকার সহবাস, রতিময় দাঙ্গা, প্রদর্শিত ধুমধাম শিয়রের পাশে রেখে, স্থিরতার সঙ্গে মিলিয়েছ আকাশ। ঘন্টা বাজিয়ে আসছে ধর্মের ফেরিওয়ালা, সদলবলে আসছে ভাদ্রমাস, ছায়াতলে সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে টুপিওয়ালা। হয়তো তোমার চোখে অন্য কোনো প্রস্তুতি চলছে প্রতিধ্বনিত হয়ে ওঠার...
শুক্রবার, ২ জুন, ২০২৩
অলোক বিশ্বাস-এর কবিতা
এতো মগ্নতা কোথা থেকে আসে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন