শুক্রবার, ২ জুন, ২০২৩

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

মেঘদূত
টেলিফোন টাওয়ারে ছলাকলাযাপন করছে মেঘ
তার নিচ দিয়ে ছায়ায় ছায়ায়
এগিয়ে আসছে একটি হৃৎকম্পন

কাছাকাছি আসতেই ঠিক যে মুহূর্তে
বিদ্যুচ্চমকের ভেতর বৃষ্টি শুরু হলো
ঠিক তখনই
এক ঝলক সুগন্ধি বাতাস অন্য দিকে মুখ ঘুরিয়ে উদাসীন

এদিকে রঙিন ছাতায় বৃষ্টি
ছাতার নিচে বেসামাল ভিজে যাচ্ছে
কম্পন আর কথামালা

কথামালার পিঠে গজানো ডানা
বিদ্যুৎ মেখে আকাশজুড়ে উড়তে লাগলো
দেখে চাতক পাখিরা বলল
এতো দিনে আমাদের মতো হলে!
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন