চালচিত্র
সকালে জ্বর উঠলে চাদর দিয়ে ঢেকে রাখে মেঘ
তাপমাত্রা কমানোর জন্য ঢালে বৃষ্টি ভেজা জল।
যেই ৯৮ ডিগ্রি অমনি চাদর সরিয়ে হেসে ওঠে শিশু
পথ্য ––– থালাভর্তি উষ্ণ রুটি আর সামনে রাখা এক গ্লাস বৃষ্টি।
দুপুরে ঝর্ণায় একটু কাকস্নান সেরে শুধু উঠে বসা
সামনে একটা শালপাতায় শান্ত ছায়ার ভোগ্যবস্তু।
সন্ধে নামলেই রাতের বিছানায় খোকা ঘুমালো পাড়া জুড়ালো সুর
রাতের জ্যোৎস্না শিয়রে বসে হাত বুলায়, নিয়ে যায় ঘুমের অনন্তে।
খুব সুন্দর!
উত্তরমুছুন