শুক্রবার, ২ জুন, ২০২৩

বিদিশা সরকার-এর কবিতা

ছেঁড়া অন্ধকার 

এইসব হাসিগুলো মোহর কুড়বো বলে 
এইসব রঙদার চটক দেখেই 
নবীকরণের জন্য খাতা খুলে ধরে 
পাতায় পাতায় আদ্যক্ষর -- 

প্রথম অক্ষরে সব থেমে থাকে 
বেড়াল কার্নিশে বসে 
বেচারি চড়াই -- 

কোনো দুঃখ বলেছি কি? 
কোনো পাশ ফেল? 
তবে কেন হাততালি? জোড়া গির্জা? 
রাতের ময়দান? 
কথা বলে অন্ধকারে 
"কত অন্ধকার বাবু চান" --- 

পাশের বিছানা খালি 
মন্ত্রবৎ ঢুকে গেল 
যেন খুব চেনা ঘরে 
ব্যাটারি সরিয়ে রাখা একটা রিমোট!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন