শহর সবায়ের আনন্দের
সব শহরই লাথি মারার জন্য ডাকে, তবু সবাই
লাথি খেতেই ভালোবাসে এই শহরে-সেই শহরে
ভাল্লাগে বেশ শহরগুলোর ভেতর-ভেতর কামড়া-কামড়ি
শহর যতো বড়ো ততো তার চপার নাচে মাংস কাটায়
শহরবাসে একলা হবার কারোরই আর গেঁয়ো দুঃখের ভোগান্তি নেই
রোদ ওঠে আর বৃষ্টি পড়ে রাস্তা ভাসে পাঁক জমে শহরের কী আনন্দ
আকাশের রঙ বদলায় শহরের হুকুম মেনে কিংবা তা লোপাট করে
দিনদুপুরে পকেটমারি গুণ্ডাদলের ধস্তাধস্তি বেশ্যাপাড়ার দরাদরি
লোভের ফাঁদে ফেঁসে যাবার আনন্দটা শহর ছাড়া কে-ই বা দেবে
শহরজুড়ে আলো আর অন্ধকারে উৎসবের মৌজমস্তি জনে-জনে
সব শহরই সবার সঙ্গে নিজের ভাষায় চাল-বেচালের গল্প করে
সব শহরই প্রতিশ্রুত দেশের স্বপ্নে মানে পালটায় ক্ষণে-ক্ষণে
ভিড়ের মাংসে মাখামাখি তাপ-সুবাস ঝুলতে থাকে লোকাল ট্রেনে
শহর এমন ওস্তাদ যে সবার জন্যে বেঁচে থাকার মানে যোগায়
নতুন কেউ আসলে শহর চুপিচুপি বদল ঘটায় তার মগজে
হোঁচোটগুলো হয়ে দাঁড়ায় ওড়িশি বা ট্যাঙ্গো নাচের ঠ্যাঙদুলুনি
যে শহরই হোক না কেন মানুষ তার প্রেমে পড়ে পা রেখেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন