নীল ভাবনা
নীল রঙের কামরায় আজ তার রাত্রিবাস
নীল শাড়িতে তাকে আজ মানিয়েছেও ভালো
ভাবা যেতে পারে নীলাঞ্জনের সাথে আজ নীলাঞ্জনার
বিনিময় হলেও হতে পারে নীলাঙ্গুরীয়
আর যদি না হয় কোনো দেওয়া নেওয়া অথবা বিনিময়
নীলের তীব্রতায় বিধ্বস্ত যদি হয় নীলাকাশ
তবে থাক নীলের উচ্ছ্বাস আর নীলাভ যত খেলা
নীল গোলাপের অন্বেষণে কেটে যাক রাতের নীলবেলা
আমি তো ভাবিনি কোনো নীল সাগরের ধারে
আমারও নিজস্ব কোনো নীল অট্টালিকা হবে
একে একে জড়ো হবে নীল প্রেমিক প্রেমিকারা
নীলকে সাক্ষী রেখে হবে নীলের আরাধনা
মনে পড়ে যে রাতে তুমি নির্দ্বিধায় নীলকন্ঠ হলে
নীলপান্ডুর মুখ ছিল আমার আমাদের সবার
তাই ভাবি স্বীকারোক্তি করে নেওয়া ভালো
নীলের স্পর্শ কারো সয় কারো সয় না কখনো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন